১৯৭১ সালের ২৬ জুলাই মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাগণ নেত্রকোনারকলমাকান্দা উপজেলার নাজিরপুরে হানাদার বাহিনীর সঙ্গে সন্মুখ যুদ্ধে লিপ্তহয়েছিল। এতে বৃহত্তর ময়মনসিংহ জেলার ৭ মুক্তিযোদ্ধা শহীদ হন। আহত হন আরোঅনেক বীর মুক্তিযোদ্ধা।
নিহতরা হলেন নেত্রকোনার ডা. আবদুল আজিজ, ফজলুল হক, জামালপুরের জামালউদ্দিন, ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার নুরুজ্জামান, দীজেন্দ্র চন্দ্রবিশ্বাস, ইয়ার মাহমুদ ও ভবতোষ চন্দ্র দাস। এসব মহান বীর শহীদের কলমাকান্দাউপজেলার লেঙ্গুরা এলাকার ১১৭২ নাম্বার ভারতীয় সীমান্ত পিলারের কাছে সমাধিদেওয়া হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS