Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
নাজিরপুর বাজার
বিস্তারিত

নদী বেষ্টিত দ্বীপ, নাজিরপুর বাজার

নাজিরপুর বাজার একটি ঐতিহাসিক প্রসিদ্ধ হাট । এই বাজারের চার পাশে রয়েছে নদী । নদী গুলোর নাম যথাক্রমে- বাখতা, কাঁঠাখালী, ছয়টাকিয়া এবং শয়তান খালী । বাজারের প্রাকৃতিক সৌন্দয্য অত্যন্ত মনোরম এখানে রয়েছে শতবর্ষী বৃষ্টি গাছ, বটগাছ আরো নাম না জানা বিভিন্ন রকমের গাছগাছালি । প্রতি বৃহস্পতিবার এখানে হাট বসে । ঐ দিন এখানে নেত্রকোণা জেলার প্রায় প্রতিটি উপজেলা কিংবা বৃহত্তরময়মনসিংহের বিভিন্ন উপজেলা হতে লোক সমাগম ঘটে । গরু, ছাগল, ভেড়া, মহিষ, ঘোড়া ইত্যাদির জন্য নাজিরপুর একটি প্রসিদ্ধহাট । এছাড়াও এখানে প্রচুর পরিমানমানে দেশী জাতের কলার হাট বসে পাশাপাশি উপজাতি নৃজণগোষ্টির স্বকীয় খাবার সামগ্রী যেমন- কাছিম, কচ্চপ, কুইচ্চা ইত্যাদিও এখানে পাওয়া যায় । নিয়মিত যে সমস্ত পণ্য কেনা বেচা হয় সে গুলোর মধ্যে রয়েছে ধান, চাউল, মাছ,দরকারী, তৈযশ পত্র, কাপড় চোপড়, মাঠির তৈরী বাসন কোসন, বাঁশের তৈরী বিভিন্ন কৃষি সামগ্রী । কতিথ আছে আজ থেকে একশতবৎসরেরও আগে স্থানীয় কিছু উদ্দ্যোগী মানুষ বাজারটি স্থাপন করে ছিলেন । প্রতি বৎসর বাজারটি ইজারা দিয়ে সরকার অনেক রাজস্ব আয় করেন । পশ্চিমে দুর্গাপুর উপজেলা, পূর্বে কলমাকান্দা উপজেলা, উত্তরে পর্যটন এলাকা লেঙ্গুড়া এবং দক্ষিনে জেলা সদর ।উল্লেখিত সবগুলো স্থানের সংযোগ স্থল ঐতিহাসিক নাজিরপুর বাজার ।

 

যোগাযোগ :- বাস, মোটরবাইক, বডবডি, নৌকা ইত্যাদি ।

ভাড়া, দূরত্বানুযায়ী, ৫০. টাকা ২০ টাকার মতো কম, বেশীও হতে পারে ।